24 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

বেতন বাড়ানোর দাবিতে রাজশাহীর তিন জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক ;
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন পরিবহন শ্রমিকরা। দীর্ঘদিনের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর থেকে তারা এ কর্মসূচি শুরু করেন। ফলে রাজধানীসহ চট্টগ্রাম, কক্সবাজার ও অন্যান্য গন্তব্যমুখী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে এক বাসচালকের দৈনিক বেতন ১ হাজার ৩৫০ টাকা, সুপারভাইজারের ৫৭০ এবং সহকারীর ৫৩০ টাকা। প্রায় ১৫ বছর ধরে এ বেতনের কোনো পরিবর্তন হয়নি। একাধিকবার মালিকপক্ষের সঙ্গে বৈঠক হলেও সমাধান হয়নি বলে অভিযোগ করেন তারা।
এদিন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস ও হানিফ পরিবহনের বাস চলেনি। তবে একতা পরিবহনের গাড়ি চলাচল করেছে এবং অভ্যন্তরীণ রুটের বাসগুলো স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে।
অগণিত যাত্রীদের দুর্ভোগ সত্ত্বেশ্রমিকদের দাবি, ন্যায্য মজুরি ছাড়া কাজ করা সম্ভব নয়। নাটোরের গুরুদাসপুরের বাসিন্দা আব্দুল জলিল হোসেন বলেন, “চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল, কিন্তু বাস বন্ধ থাকায় যেতে পারিনি। দ্রুত সমস্যার সমাধান হওয়া দরকার।”
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, ২১ সেপ্টেম্বর মালিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। তবে মালিকপক্ষ হঠাৎ তারিখ পরিবর্তন করায় শ্রমিকরা হতাশ হয়ে ধর্মঘটে গেছেন।
নাটোর জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি লক্ষ্মণ পোদ্দার জানান, শ্রমিকরা বাস বন্ধ রেখেছেন। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হবে।
এর আগে একই দাবিতে একদিনের জন্য রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ছিল। মালিক পক্ষের আশ্বাসে ৪১ ঘণ্টা পর বাস চলাচল শুরু হলেও দাবি পূরণ না হওয়ায় আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকরা।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...