24 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

নিউয়র্কের ঘটনা নিয়ে যা বললেন সারজিস আলম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে  বিমান বন্দর এলাকায়   ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার কিছু নেতাকর্মী— এমন অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সারজিস নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন, তিনি এই আচরণকে “পাচা দালালী” ও “জনতার ভয়ে পালিয়ে যাওয়া” নেতাদের কাজ হিসেবে ব্যাখ্যা করেছেন এবং আওয়ামী লীগ নেতৃত্বকে ঘিরে বিগত বছরগুলোতে দেশজুড়ে ঘটে যাওয়া ঘটনার একটি তালিকা তুলে ধরেছেন। তার কথায়, গত ১৭ বছরে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, লুটপাট ও ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ আছে বলে তিনি বর্ণনা করেছেন।
 তিনি আরও লিখেছেন— এই দল(সমর্থক) “বিন্দুমাত্র অনুশোচনা করেন না” এবং “দালালি করতে করতে বিবেকবোধ হারিয়ে ফেলেছে”। সারজিস হুঁশিয়ারিও দিয়েছেন: যারা অর্থ বা সুবিধার বিনিময়ে এসব লোকদের বোঝাপড়া দিয়েছেন বা দিচ্ছেন, তারা সাবধান হন; সুযোগ পেলে এসব ব্যক্তিরা তাদেরকেও টার্গেট করবে— এমন অভিব্যক্তি উঠেছে তার বক্তব্যে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...