মোঃ শফিকুল ইসলাম ভূঞা, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জ সদরের থানারপুল এলাকায় অভিযান চালিয়ে মেসার্স লাজ ফার্মা লিমিটেড নামের ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। এসময় মেসার্স লাজ ফার্মা লিমিটেড নামের ওই ফার্মেসিতে অভিযান কালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে প্রতিষ্ঠানটির ম্যানেজার নাছিম উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে প্রদর্শন ও সংরক্ষণ না করার নির্দেশ দেয়া হয়।