| Your Ads Here 100x100 |
|---|
মাওয়া চৌরাস্তা থেকে মাওয়া বাজার পর্যন্ত মাত্র সাড়ে ৩০০ ফুট রাস্তার দুরবস্থা নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। এ ছোট্ট রাস্তাটির কাজ হচ্ছে না শুধুমাত্র প্রশাসনিক ও রাজনৈতিক দায়সারাভাবে। স্থানীয়রা জানান, রাস্তার দুই পাশের দোকানগুলোতে এখন আর আগের মতো ভিড় নেই। ধুলো, কাদা ও গর্তের কারণে ক্রেতারা বাজারে আসতে নিরুৎসাহিত। ফলে প্রতিদিনের ব্যবসা ভেঙে পড়ছে। দোকানদার সেলিম শেখ বলেন, “রাস্তা দেখে মনে হয় এখানে কোনো মানুষ চলাচলই করতে পারে না। অথচ প্রতিদিন শত শত মানুষ বাধ্য হয়ে এই দুর্ভোগের শিকার হয়।” রাস্তার সমস্যাটি দুই ইউনিয়নের সীমান্তে পড়েছে। ফলে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। কে কাজ করবে আর কে করবে না, তা নিয়ে বছরের পর বছর টালবাহানা চলছে। এ অবস্থায় ভুক্তভোগী কেবল সাধারণ মানুষ। স্থানীয় তরুণ সমাজ জানিয়েছে, তারা বহুবার উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। ফলে হতাশা দিন দিন বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন একটি ছোট্ট রাস্তাও মেরামত না হওয়া স্থানীয় সরকার ব্যবস্থার বড় ব্যর্থতা। যেখানে বড় বড় প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় হয়, সেখানে সাড়ে ৩০০ ফুট রাস্তার কাজ আটকে রাখা জনবিরোধী আচরণ ছাড়া আর কিছুই নয়।
এলাকাবাসী জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়ের নজরদারির দাবি জানিয়েছে।
এম এ রাজ্জাক (সুমন),লৌহজং সংবাদদাতা

