24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় এক ইউনিয়নের বরাদ্দকৃত সার অন্য ইউনিয়নে সরানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সার ডিলার শহিদুল ইসলাম ব্যাপারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাথরডুবি ইউনিয়নের দায়িত্বে থাকা ডিলার মেসার্স শহিদুল ট্রেডার্সের গুদাম থেকে ঐ ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ৮০ বস্তা ইউরিয়া সার থেকে ১০ বস্তা পাশ্ববর্তী তিলাই ইউনিয়নে সরানোর চেষ্টা করা হয়। ঠেলাগাড়ি যোগে সার পরিবহনের সময় স্থানীয় কৃষকরা তা আটক করেন। ডিলারের পক্ষ থেকে কোনো রশিদ বা সন্তোষজনক জবাব না পাওয়ায় কৃষকরা উপজেলা কৃষি অফিসকে বিষয়টি জানান।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলে ডিলার শহিদুল ইসলাম ব্যাপারী উপস্থিত না থাকলেও তার ম্যানেজার ওবায়দুল হক অভিযোগ স্বীকার করেন। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র বলেন, “কৃষকের স্বার্থ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

সহকারী প্রকৌশলী থেকে শতকোটির মালিক! গণপূর্তে বদরুল আলম খানের উত্থানের রহস্য

গণপূর্ত অধিদপ্তরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম...