19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

জবির ছাত্রী হলে মেয়েদের নামাজের ব্যবস্থা করলেন ছাত্রদল নেতা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী আবাসন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে নারী শিক্ষার্থীদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা করে দিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও জুলাইয়ের অগ্রসেনিক আবু বকর।

এর ফলে হলে অবস্থানরত ছাত্রীদের দীর্ঘদিনের নামাজ আদায়ের সমস্যার সমাধান হলো বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে গত জুলাই মাসে আবু বকর “শহিদ সাজিদ মেডি এইড, জবি” নামে একটি মেডিকেল সংগঠন প্রতিষ্ঠা করেন। ওই সংগঠনের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নানাবিধ চিকিৎসা কার্যক্রম পরিচালনা শুরু করেন। এছাড়া সম্প্রতি তিনি একই হলে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করেছিলেন।

নিজ উদ্যোগে এ কার্যক্রম হাতে নেওয়া প্রসঙ্গে আবু বকর বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত নানামুখী সমস্যায় ভোগেন। বিশেষ করে ছাত্রীদের সমস্যাগুলো খুবই সংবেদনশীল। তাই আমি মনে করি, রাজনীতি করার পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। নামাজের সুব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা—প্রতিটি জায়গায় শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, সেজন্যই এ উদ্যোগ।”

হলে থাকা শিক্ষার্থীরা জানান, নামাজের উপযোগী পরিবেশ পেয়ে তারা স্বস্তি বোধ করছেন। একইসঙ্গে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
জবি প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...