18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

মেরিটাইম ইউনিভার্সিটিতে ফুলব্রাইট স্পেশালিস্ট প্রোগ্রামের অধীনে চার সপ্তাহব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট-এর ফুলব্রাইট স্পেশালিস্ট প্রোগ্রামের সহযোগিতায় চার সপ্তাহ ব্যাপী ‘স্মার্ট পোর্ট ম্যানেজমেন্ট: এমপাওয়ারিং ইকোনমিক প্রোসপারিটি উইথ এআই বুটক্যাম্প’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

কোর্সটি ৩১ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং এটি মার্কিন দূতাবাসের তত্ত্বাবধানে ও সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজন করা হয়।

প্রশিক্ষণপ্রোগ্রামেরিসোর্সপার্সনহিসেবেউপস্থিতছিলেন ইউএস ডিপার্ট্মেন্ট অব স্টেটের ফুলব্রাইট প্রোগ্রাম স্পেশালিস্ট, যুক্তরাষ্ট্রের এমব্রি-রিডলঅ্যারোনটিক্যালইউনিভার্সিটিরডিসিশনসায়েন্সেসঅ্যান্ডঅ্যানালিটিক্সবিভাগের সহযোগীঅধ্যাপক ডঃবুরাকচানকায়া।

 

প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, অনুষদ সদস্যবৃন্দ এবং দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি মেরিটাইম স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন। এতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, পায়রা বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড, বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদপ্তর, খুলনা শিপইয়ার্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

এছাড়াও পায়রা বন্দর কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন।

অনুষ্ঠানে ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকার, মার্কিন দূতাবাসের পাবলিক এঙ্গেজমেন্ট বিভাগের উপ-পরিচালক রিচার্ড রুনার এবং ইউএস স্পিকার ফিলিপ গ্রোভ, ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট, এলিকট ড্রেজ এন্টারপ্রাইজেস, এলএলসি উপস্থিত ছিলেন।

প্রোগ্রামটিতেদেশেরবন্দরসমূহেরআধুনিকীকরণ, স্মার্টবন্দরপরিচালনা, বন্দরেআর্টিফিশিয়ালইন্টেলিজেন্স (এআই) এরব্যবহারএবংডিজিটালাইজডমেরিটাইমলজিস্টিকসেরপাঠ্যক্রমআধুনিকীকরণওদক্ষজনবলতৈরীতেকরণীয়বিষয়সমূহনিয়েআলোচনাকরাহয়।

শিক্ষাগত ও প্রাতিষ্ঠানিক এই উদ্যোগ দেশের মেরিটাইম খাতের আধুনিকায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মোঃ শাহানুর রহমান মুকুট
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...