মোঃ শফিকুল ইসলাম ভূঞা
মুন্সিগঞ্জঃ
জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, উভয়কক্ষে PR পদ্ধতিতে নির্বাচন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, গণহত্যার বিচার এবং জাতীয় পাটি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ সদর উপজেলা আজ শুক্রবার ২৬ শে অক্টোবর বিকাল সাড়ে চারটায় মুন্সীগঞ্জ কৃষি ব্যাংক সংলগ্ন জামায়াতে ইসলামের জেলা অফিস থেকে শুরু হয় মুন্সীগঞ্জ শহর প্রদক্ষিণ করে কোট চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এ কে এম ইউসুফ, মোহাম্মদ আখতার হোসেন, ডাক্তার মোঃ ইব্রাহিম দেওয়ান, মুন্সিগঞ্জ পৌরসভার আমির এইচএম বাইজিদ, মিরকাদিম পৌরসভার আমির মাওলানা মোঃ গোলাম জিলানী, সমাবেশে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ সদর উপজেলার আমির মোহাম্মদ নুরুল আমিন সিকদার। বক্তারা অবিলম্বে পি আর পদ্ধতি মেনে নিয়ে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান। বক্তারা বলেন ১৪ দল এবং জাতীয় পার্টি আওয়ামী লীগের মতো সমান অপরাধে অপরাধী তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এবং নির্বাচনের জন্য লেবেল ফিল্ডের ব্যবস্থা করতে হবে। তা না হলে এ নির্বাচন দেশ বিদেশে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।