16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

বহুদিনের ভোগান্তি ও অবহেলার প্রতিবাদে অবশেষে ফাইতং সড়ক ব্লক করে দিল স্থানীয় জনসাধারণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ফরহাদ আহমদ সজলঃ বান্দরবান
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে সড়ক সংস্কারের দাবিতে ক্ষুব্ধ জনতা অবরোধ কর্মসূচি পালন করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফাদুরছড়া এলাকায় ইউবিএম ইটভাটার সামনে তারা এ অবরোধ করেন।
দীর্ঘদিন ধরে ফাইতং রোডের অসংখ্য খানাখন্দ ও বেহাল দশার কারণে এ অঞ্চলের মানুষ সীমাহীন দুর্ভোগে ভুগছেন। প্রতিদিনের মতো এদিনও যান চলাচলে দুর্ভোগ চরমে পৌঁছালে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নেমে আসেন। এক ঘণ্টার জন্য সড়ক অবরোধ করে তারা তাদের দাবির প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে, ফলে যাত্রী, শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন।
অবরোধ চলাকালে ইটবাহী যানবাহনের চালক ও শ্রমিকরা এগিয়ে আসেন। তারা প্রতিশ্রুতি দেন যে নিজেদের উদ্যোগে সড়কে ইট বিছিয়ে অন্তত চলাচলের উপযোগী করে দেবেন। এ আশ্বাস পাওয়ার পর স্থানীয়রা অবরোধ তুলে নেন এবং সড়ক পুনরায় যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।
অবরোধে অংশ নেওয়া এক স্থানীয় বাসিন্দা আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা প্রতিদিন এই রাস্তায় ভোগান্তি পোহাচ্ছি। রোগী হাসপাতালে নিতে গেলে, স্কুলে বাচ্চাদের পাঠাতে গেলেই জীবন নিয়ে শঙ্কায় থাকতে হয়। অথচ আমাদের কষ্ট কেউ বোঝে না। বাধ্য হয়েই আমরা আজ রাস্তায় নামলাম।”
স্থানীয়দের দাবি, ফাইতং রোড শুধু একটি সড়ক নয়, এটি তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই রাস্তা দিয়ে বাজার, স্কুল, এমনকি জরুরি চিকিৎসা সেবার জন্যও যাতায়াত করতে হয়। তাই দ্রুত স্থায়ীভাবে সড়কটি সংস্কার করে দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য তারা সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...