16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

কুড়িগ্রামে চোরাইকৃত ৫ মোটরসাইকেলসহ গ্রেফতার ৫

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ৫টি মোটরসাইকেলসহ ৫জন কে গ্রেফতার করেছেন, চিলমারী মডেল থানার পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- ১. মিলন মিয়া (২৬), পিতা- জাহাঙ্গীর আলম, মাতা- মরিয়ম বেগম, ২. হান্নান মিয়া (৩২), পিতা- মৃত আঃ জোব্বার, মাতা- ছাহেরা বেগম, ৩. সাদাকাত হোসেন (৩৫), পিতা- জেলহক, মাতা- সাহের বানু, সবার সাং-কড়াই বরিশাল, ৪. নুরুল হুদা (৩৫), পিতা- মৃত এমদাদুল হক, মাতা- কুলছুম বেগম, সাং-গাজীর পাড়া, সবার থানা- চিলমারী, জেলা- কুড়িগ্রাম। ৫. রুবেল মিয়া (২৭), পিতা- জাহানুর রহমান, মাতা- আউলিয়া বেগম, সাং-হক বাজার নয়াটারী, থানা- হারাগাজ রংপুর মেট্রো, জেলা-রংপুর।

পুলিশ জানায়, চুরি-ছিনতাই সহ বিভিন্ন অপরাধের প্রবনতা দেখা দেওয়ায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ও গোপন সংবাদের ভিত্তিতে চর এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। তারা আরও বলেন, গেল রাতে চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায়, বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় ৫জন কে আটক করে, চিলমারী মডেল থানা হেফাজতে নেয়া হয়েছে বলে জানান।

এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের কে বিকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...