24 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুত বগি অপসারণ, রেল চলাচল স্বাভাবিক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
পাবনার ভাঙ্গুড়ায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আব্দুল মালেক জানান, উদ্ধারকাজ শেষে সকাল সাড়ে ৯টার দিকে চাটমোহরে আটকে থাকা বুড়িমারী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সাড়ে ১০টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা শুরু করে।
এর আগে ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া স্টেশনের কাছে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, বিকট শব্দে বগি লাইনচ্যুত হওয়ার পর আতঙ্কে অনেকে ট্রেন থেকে লাফিয়ে নামেন। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। সকাল সাড়ে ৭টার দিকে রেল কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করে এবং সাড়ে ৫ ঘণ্টা পর তা শেষ হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...