21.8 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

দুর্গাপূজা ঘিরে সতর্কতা, খাগড়াছড়ির ঘটনায় ভারতের ইন্ধনের অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি দাবি করেন, একটি মহল উৎসবকে ব্যাহত করার ষড়যন্ত্র করছে।
সোমবার রাজধানীর পুরাতন রমনা থানা চত্বরে একাধিক থানার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন,
“খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এর পেছনে ভারতসহ ফ্যাসিস্ট মহলের ইন্ধন রয়েছে বলে আমরা মনে করছি। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।”

 

তিনি আরও জানান, পাহাড়ি এলাকায় কিছু সন্ত্রাসী অস্ত্র ব্যবহার করছে, যেগুলোর অনেকই দেশের বাইরে থেকে আসে। এ কারণে সীমান্ত ঘিরেও কড়া নজরদারি জোরদার করা হয়েছে।
খাগড়াছড়িতে আটকে থাকা পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সেখানে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...