ভারতের উত্তরপ্রদেশের মাহি সিং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন এক অনন্য অনুরোধের কারণে। তিনি ভক্তদের উদ্দেশে বলেছেন, এক, দুই কিংবা তিন রুপি করে সহযোগিতা করলে তিনি তার স্বপ্নের আইফোন ১৭ প্রো কিনতে পারবেন।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে মাহি সিং বলেন, “তিন মাস আগে বাবা আমাকে আইফোন ১৬ কিনে দিয়েছেন। কিন্তু নতুন আইফোন ১৭ প্রো বাজারে এসেছে এবং এর একটি বিশেষ কালার আমার খুব ভালো লেগেছে। আগামী ২১ অক্টোবর আমার জন্মদিন, তাই ওই দিন আমি ফোনটি চাই। কিন্তু বাবা আমাকে আর কিনে দেবেন না।”
তিনি আরও যোগ করেন, “যদি সবাই মিলে ছোট্ট অনুদান দেন তবে আমি ফোনটি কিনতে পারব। এটি আমার দীর্ঘদিনের স্বপ্ন।”
ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মন্তব্য করেছেন, “যারা ভিডিও দেখছেন, তারাই হয়তো ১-২ রুপি পাঠিয়ে দেবেন।” আবার কেউ কেউ মনে করছেন, “গরিব বলে তাকে নিয়ে মজা করা হচ্ছে, অথচ অনেক ধনী ব্যক্তি অনলাইনে অনুদান চান—তখন তেমন সমালোচনা হয় না।”