16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

ঈদগাঁওয়ে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার কথা জানালেন ওসি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100




সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
ওসি ফরিদা বলেন, ঈদগাঁও থানাসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। এই উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বরং সার্বজনীন আনন্দ-উৎসবে পরিণত হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় মুসলিম, হিন্দু সবাই অংশ নেবেন—যা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের আন্তঃসম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ওসি ফরিদা বলেন, দুর্গাপূজা ঘিরে ঈদগাঁও থানার সর্বত্র কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিকভাবে মাঠে থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে-ই অন্যায়, সন্ত্রাস বা চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকবে, তাকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। সে যে দলেরই হোক না কেন।
তিনি আরও বলেন, আইন মেনে চললে সাধারণ মানুষ পুলিশের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা এবং ভালোবাসা পাবে। তবে আইন ভঙ্গকারীদের প্রতি কঠোর অবস্থান নেওয়া হবে। এজন্য তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আমরা সবাই মিলেমিশে কাজ করি, আইন-শৃঙ্খলা মেনে চলি এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করি। তবেই দেশকে সুন্দর, শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, ঈদগাঁও উপজেলায় দুর্গাপূজার সময় মণ্ডপ, পূজামণ্ডলের আশপাশ ও জনসমাগমস্থলে পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে নিরাপত্তা পরিকল্পনায় স্থানীয় জনপ্রতিনিধি, মন্দির কমিটি ও সেচ্ছাসেবক দলের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...