18 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

নারায়ণগঞ্জে কিভাবে উল্টে গেলো ট্রাক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইঘর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিং ভেঙে ঝুলে পড়ে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় মোহর উদ্দিন (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ট্রাকটি অস্বাভাবিক গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারালে সেটি ফ্লাইওভারের রেলিং ভেঙে ঝুলে যায়। এ সময় নিচে থাকা মোহর উদ্দিন চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেন, পরে অবস্থা গুরুতর হওয়ায় ঢামেকে স্থানান্তর করা হয়। তবে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। তবে ট্রাকে থাকা কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঝুলে থাকা ট্রাক সরানো হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।”
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, তাদের দল দ্রুত গিয়ে উদ্ধারকাজ শুরু করে এবং ট্রাকটি নিরাপদে সরিয়ে ফেলার কাজ চলছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...