- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গলায় ফাঁস দিয়ে কায়কোবাদ নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার সিনাবহ বাঙ্গাল জাঙ্গাল এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে কায়কোবাদ (৩৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সিনাবহ এলাকায় কায়কোবাদ নামে যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। সে মাদকাসক্ত ছিলেন। সে বিবাহ করে মা বাবা থেকে আলাদা বসবাস করতেন। কায়কোবাদ মাদকাসক্ত ছিলেন তাই তার মা বাবা, সন্তান, স্ত্রী এমনকি প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক ছিল না। গত একমাস পূর্বেই তার স্ত্রী অভিমান করে বাপের বাড়ি চলে যায়। সোমবার সকালে প্রতিবেশী দেখে কায়কোবাদের দরজার সামনে একজোড়া জুতা রয়েছে। কিন্তু দরজা ফিতর থেকে আটকানো এবং মাছি উড়ছে। এই ঘটনায় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। ধারনা করা হয়েছে সে দুই তিন আগেই ঘরের আড়ের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
কালিয়াকৈর থানার (ওসি) অপারেশন যোবায়ের জানান, মাদকাসক্ত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

