খবরের দেশ ডেস্ক :
সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস আপডেট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি লিখেছেন- ”বর্তমানে স্থানীয় পর্যায়ে বিএনপি’র কিছু ফুটেজখোর নেতাকর্মী তৈরি হয়েছে। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কয়েকজনকে ক্যামেরা ধরিয়ে দিয়ে সামনে এসে বিব্রতকর কিছু একটা বলার পূর্ব পরিকল্পনা করে রাখে।
এরা মনে করে মিথ্যা কিছু একটা বলে মানুষকে বিব্রত করতে পারলেই তাদের পলিটিক্যাল ক্যারিয়ারের সার্থকতা।
বিন্দুমাত্র মাত্র সত্যতা না থাকা সত্ত্বেও বোগাস একটা কথা বলে তারা ভাইরাল হতে চায়। এসব ফুটেজখোরদের ছ্যাচরামি বন্ধ করতে বিএনপি কি আদৌ কিছু পদক্ষেপ নিবে নাকি এটা তাদের উপরের নির্দেশনা ?