কাতারে ইসরায়েলি বিমান হামলায় কাতারি নিরাপত্তাকর্মী নিহত হওয়ার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে কাতারে আর হামলা হবে না।
এই টেলিফোন আলাপটি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে। কাতারের প্রধানমন্ত্রী এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় কাতারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। উল্লেখ্য, দোহায় হামাস নেতাদের টার্গেট করে আইডিএফ-এর বিমান হামলায় ৬ জন নিহত হন, যার মধ্যে একজন কাতারি নিরাপত্তারক্ষীও ছিলেন।