18 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

সীতাকুণ্ডে ছিনতাইকারীর  হাতে অটোরিক্সা চালক খুন  

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

মোঃ হোসেন সীতাকুণ্ড চট্টগ্রামে প্রতিনিধি:

সীতাকুণ্ডে  ব্যাটারি চালিত অটোরিকশা, ছিনতাই করতে গিয়ে ১৬ বছর বয়সী এক যুবককে  নির্মমভাবে হত্যা করেছে ছিনতাইকারীরা।

নিহত যুবক  জিহাদ  সন্দ্বীপ উপজেলার দিদার হোসেনের ছেলে।

মঙ্গলবার রাতে মধ্যরাতে  পৌরসভার শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা রিকশা ভাড়া নিয়ে শেখপাড়া এলাকায় যাওয়ার পর চালকের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে হত্যার করে পরে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

 

রাত গভীর হলেও জিহাদ ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে, মাদাম বিবির হাট এলাকায় রিকশা বিক্রির করার সময় দুজনকে স্থানীয় জনতা আটক করে।

 

আটকৃতদের  নাম মো. মহিউদ্দিন, ও মানিক, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর ৫টার

দিকে সীতাকুণ্ড উপজেলা শেখপাড়া এলাকা ঢাকা চট্টগ্রাম – মহাসড়কে  পাশের একটি বাগান থেকে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, নিহতের শরীরে হত্যার স্পষ্ট আলামত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...