| Your Ads Here 100x100 |
|---|
বান্দরবান জেলার আলীকদমে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। আজ বুধবার (১ অক্টোবর ২০২৫) জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জন্ম অষ্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটল বিশ্বাসের নেতৃত্বে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
এ সময় আলীকদম কেন্দ্রীয় হরি মন্দিরসহ মোট পাঁচটি পূজা মণ্ডপ ঘুরে দেখেন নেতৃবৃন্দ। তারা পূজা উদযাপন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসব উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে রিটল বিশ্বাস বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই মূলমন্ত্রে সবাই মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব উদযাপন করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাশুক আহমদ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টোসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
ফরহাদ আহমদ সজল, বান্দরবান

