21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

ফরিদপুরের বিভিন্ন মণ্ডপ থেকে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ঢাক-ঢোল, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিসর্জনের মিছিল।

সকালে ভক্তরা দেবীর চরণে সিঁদুর, ফুল ও ধূপ নিবেদন করে বিদায়ের আচার সম্পন্ন করেন। নারীরা সিঁদুর খেলা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে একে অপরকে বিজয়ার শুভেচ্ছা জানান।

আলফাডাঙ্গা মন্দিরে পূজা দিতে আসা প্রজ্ঞা জানান সকল অশুভ কেটে শান্তি বিরাজ করুক দেশে এমনটাই প্রার্থনা করেছি মায়ের কাছে।

অশ্রুশিক্ত নয়নে ইতি মন্ডল জানান পাচদিন পর মা ফিরে যাচ্ছে তার আপন গৃহে, এ বিদায় খুবই কষ্টের,আবার আগামী বছরের অপেক্ষা।

তবে আমরা আশা করি সকল অসুরিক শক্তির বিনাশ হোক, এবং সারা পৃথিবীর মানুষ সুখে শান্তিতে বসবাস করুক এমনটাই জানালেন ষাটোর্ধ মহিলা করুনা মন্ডল।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারাদেশে প্রায় ৩০ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য ফরিদপুর জেলায় ৭৫৮টি পূজা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার কারণে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব শেষ হয়েছে।

ভক্তদের বিশ্বাস, দেবী দুর্গা বিদায় নিলেও আগামী বছর আবারও আবির্ভূত হবেন। তাই বিদায়ের বেদনার মাঝেও ছিল আশার আলো—‘আসছে বছর আবার হবে’।
রাহুল কুমার মৃধা,ফরিদপুর জেলা প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...