21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ: লৌহজংয়ে টাস্কফোর্স সভার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য মা ইলিশ রক্ষার বিশেষ অভিযান শুরু হতে চলেছে। এই অভিযানকে সফল করতে লৌহজং উপজেলা টাস্কফোর্স কমিটি গতকাল উপজেলা পরিষদ সভা কক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে। লৌহজংয়ের পদ্মা নদীর ইলিশের প্রজনন ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়। সভাপতিত্ব করেন ইউএনও মোঃ নেছার উদ্দিন। তিনি বলেন, এই ২২ দিন ইলিশের প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলিশের নিরাপদ ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম বলেন, লৌহজংয়ে নিষেধাজ্ঞার সময় সফলভাবে বাস্তবায়ন করা গেলে এ অঞ্চলে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। তিনি আশা প্রকাশ করেন, মৎস্যজীবী সমাজের সহযোগিতা এবারও প্রশাসনকে সফল করবে।

​উপস্থিত পদ্মা সেতুর (উত্তর) থানা এবং লৌহজং উপজেলার মৎস্য শিকারি ইউনিয়নের নেতৃবৃন্দ অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের তথ্য দিয়ে সহায়তার প্রতিশ্রুতি দেন। একইসাথে তারা ইলিশের উৎপাদন বাড়াতে নদীর দূষণ রোধে এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে নিয়মিত কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সভায় অবৈধ জাল ও নৌকা জব্দ করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও, সচেতনতা বাড়াতে স্থানীয় মাইকিং ও প্রচারণার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। এই সভার মধ্য দিয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ সফল করতে লৌহজং উপজেলার সকল অংশীজনের প্রস্তুতি সম্পন্ন হলো।
এম এ রাজ্জাক (সুমন),মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...