এবারের দুর্গোৎসবে ঢাকায় সরগরম সময় কাটালেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন সমকাল-এর সঙ্গে।
পূজা জানান, এবারের আনন্দ শুরু হয়েছিল অষ্টমীর দিন থেকেই। সেদিন লাল-সাদা শাড়িতে ঢাকেশ্বরীর মণ্ডপে গিয়ে সবার সঙ্গে মিলেমিশে সময় কাটান। ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করলে ভক্তদের কাছ থেকে নানান প্রতিক্রিয়া পেয়েছেন। অনেকে এগিয়ে এসে সেলফি তুলেছেন, আবার কেউ দূর থেকে তাকিয়ে ছিলেন অবিশ্বাস নিয়ে—“তিনি সত্যিই কি পূজা চেরী?”
ঢাকেশ্বরীর পরিবেশে অন্য রকম অনুভূতি হয়েছে বলে জানান পূজা। বিজয়া দশমীর দিনও রাজধানীর কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখার পরিকল্পনা আছে তার। তবে এ আনন্দের মাঝেই তিনি মায়ের অনুপস্থিতি গভীরভাবে টের পেয়েছেন। মায়ের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, “মা থাকলে পূজার আনন্দটা অন্য রকম হতো।”
খুলনায় জন্ম হলেও বেড়ে উঠেছেন হাজারীবাগে। শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে পূজা জানান, ছোটবেলায় তিনি পুরান ঢাকার বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াতেন, উপহার পেতেন, পথে পথে খাবার খেতেন, আর শেষে বাসায় এসে মায়ের হাতের রান্নায় মন ভরাতেন। সেই দিনগুলো আজও তাকে গভীরভাবে নস্টালজিক করে তোলে।