23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন সম্পন্ন: উৎসবের রেশ রেখে বিদায় নিলেন দেবী দুর্গা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মুন্সীগঞ্জ জেলায় শারদীয় দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটল। বৃহস্পতিবার (০২/১০/২০২৫) আনন্দ ও বিষাদের এক ভিন্ন মেজাজে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এবার লৌহজং উপজেলার বিভিন্ন মণ্ডপের প্রতিমা পদ্মা নদীতে এবং টঙ্গীবাড়ীর প্রতিমা আড়িয়াল খাঁ নদে বিসর্জন দেওয়া হয়েছে।

​পূজার দিনগুলোতে মুন্সীগঞ্জের গ্রামীণ জনপদে ছিল এক উৎসবের আমেজ। লোকনৃত্য, পালা গান ও ঐতিহ্যবাহী নাটকের আয়োজন করা হয়েছিল বেশ কিছু মণ্ডপে। মণ্ডপে মণ্ডপে ছিল দেশি-বিদেশি দর্শনার্থীদের ভিড়। ​প্রতিমা বিসর্জনের সময় নদীতে দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সার্বক্ষণিক উপস্থিত ছিলেন। তারা নদী তীরে উদ্ধার সরঞ্জাম নিয়ে প্রস্তুত ছিলেন। সনাতন ধর্মাবলম্বীরা এই দিনে মিষ্টিমুখ করেন এবং আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের বাড়িতে যান। এই দিনটিকে তারা বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের দিন হিসেবে পালন করেন।

​বিসর্জন শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “এ বছর পূজা ও বিসর্জন সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ ছিল। এর জন্য আমরা জেলাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই।” এই উৎসব প্রমাণ করে, মুন্সীগঞ্জের মানুষ যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে জানে।
এম এ রাজ্জাক (সুমন),মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...