21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

গরুর মাংসের সঙ্গে হাড় বেশি দেওয়া নিয়ে কথা কাটাকাটি ,সংঘর্ষ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
চাঁদপুরের বিপনীবাগ বাজারে গরুর মাংসের সঙ্গে হাড় বেশি দেওয়ার অভিযোগে ক্রেতা-বিক্রেতার মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে।
ক্রেতা এমদাদ হোসেন গণমাধ্যমকে   জানান, ৬৫০ টাকা কেজি দরে ৪ কেজি মাংস কিনতে গিয়ে তিনি দেখেন, বিক্রেতা সোহেল মাংসের সঙ্গে ২ কেজি চর্বি ও হাড় মিশিয়ে দিয়েছেন। প্রতিবাদ করলে সোহেল তাকে ধাক্কা দেন। এরপর এমদাদের ছেলে শাহজালাল জুয়েল এগিয়ে গেলে আরও একজন বিক্রেতা লোহা ও লাঠিসোটা নিয়ে হামলা চালান। আহত হন পরিবারের অন্য সদস্যরাও।
হামলার সময় জুয়েল অভিযোগ করেছেন, নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়, যার মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। এছাড়া এক ব্যক্তিকে ধারালো ছুরি দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে, আটক বিক্রেতারা ঘটনার দায় স্বীকার করে জানান, “মাংসে হাড় থাকায় ক্রেতা ক্ষুব্ধ হয়ে ঝগড়ায় জড়ান, নারীদের টাকা বা স্বর্ণ কেউই নেয়নি এবং শরীরে হাত দেয়নি।”
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...