23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

নাচোলে ইমামতি করতে যাওয়ার পথে ইমাম নিহত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভা এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি স্থানীয় একটি মসজিদের ইমাম।

আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুর আনুমানিক ১২:০০ মিনিটে নাচোল-আমনুরা সড়কের হামেদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোটরসাইকেল আরোহী হলেন খালিদ মুসাব্বির (২৮)। তিনি নাচোল থানাধীন মাক্তাপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। মুসাব্বির তাঁর মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে হাটবাকইল এলাকার দিকে ইমামতি করার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
​হামেদপুর পাকা রাস্তার উপর বিপরীত দিক থেকে আসা আমনুরা থেকে নাচোলগামী একটি অজ্ঞাত বাসের সাথে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় খালিদ মুসাব্বির গুরুতরভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।
​দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।
নাচোল থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...