Your Ads Here 100x100 |
---|
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, পাসপোর্ট পেতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টা বলেন, “পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। আমি চোর না ডাকাত, তা পুলিশ আলাদাভাবে দেখবে। জন্ম সনদ কিংবা জাতীয় পরিচয়পত্র পেতে তো পুলিশ ভেরিফিকেশন লাগেনি, তাহলে পাসপোর্টের ক্ষেত্রে কেন লাগবে?”
তিনি আরও বলেন, “আইন থাকলেও তা অনেক ক্ষেত্রে বাস্তবে পৌঁছায় না। এতে সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার হয়। সরকার মানেই হয়রানি নয়, বরং জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের কাজ।”
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
আজ ডিসিরা প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন। সন্ধ্যায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা এবং রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজ অনুষ্ঠিত হবে।
এবারের সম্মেলনে ডিসিরা আইনি ক্ষমতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তারা ৬৪ জেলা ও ৮ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লিগ্যাল অ্যাফেয়ার্স লিয়াজোঁ অফিসারের পদ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। এছাড়া, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উন্নীত করে একজন স্বতন্ত্র আইজিপির অধীনে পৃথক তদন্ত বিভাগ গঠনের প্রস্তাব এসেছে, যা ফৌজদারি মামলার তদন্তকে আরও কার্যকর করবে।