18 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

আখের গুছিয়ে উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিট নিয়ে ভাবছেন : নাহিদ ইসলাম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক ;
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে ফেলেছেন এবং এখন নিজেদের “সেফ এক্সিট” খুঁজছেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, “যারা উপদেষ্টা হয়েছেন, তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল ছিল। নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের ওপর অতিরিক্ত ভরসা করে আমরা আসলে প্রতারিত হয়েছি।”
তিনি অভিযোগ করেন, “অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন, আবার কেউ কেউ গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সময় এলে তাদের নামও প্রকাশ করা হবে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “তারা মনে করছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনই তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে। এই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবেন না। যদিও রাজনৈতিক দলগুলোও নানা বাধা দিয়েছে।”
ছাত্রনেতাদের সরকারে অন্তর্ভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকত না। প্রথম ছয় মাস সরকার উৎখাতের নানা চেষ্টাও চলেছিল, এখনো মাঝেমধ্যে সেই তৎপরতা দেখা যায়।”
সাবেক এই উপদেষ্টা মনে করেন, শুরু থেকেই যদি রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সম্মিলনে একটি জাতীয় সরকার গঠিত হতো, তাহলে আজকের এই আক্ষেপের জায়গা তৈরি হতো না।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...