18 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

প্রবল ঝড়ে লণ্ডভণ্ড নওগাঁর তিন উপজেলা, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর ও ধামইরহাট উপজেলায় ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তার বড়বড় গাছ ভেঙে পড়ে বন্ধ হয়েছে চলাচল এর পথ।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে প্রবল ঝড় বয়ে গেছে নওগাঁর মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাটের বিভিন্ন এলাকায় । বিকেল চারটার দিকে শুরু হওয়া এই ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে তিনটি উপজেলার ঘরবাড়ি, দোকানপাট ,গাছপালা, ও বিভিন্ন কৃষি ক্ষেত খামার।

স্থানীয় ও ফায়ার স্টেশন সূত্রে জানা যায় বিকেল চারটার পর হঠাৎ আকাশে কালো মেঘ জমে যায় এবং অল্প সময়ের মধ্যেই শুরু হয় প্রবল ঝড়। কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত। হঠাৎ এমন ঝড়বৃষ্টিতে পুরো এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে।পত্নীতলা উপজেলার নাদৌড়, বেংডোম, পত্নীতলা, ভাবিচা মোড় ও কাঁটাবাড়ি,নাদৌড়,কাশিপুর সহ বিভিন্ন এলাকায় অনেক ঘরবাড়ি ও দোকানপাটের চাল উড়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে। বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তা ঘাট। নজিপুর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ।

বেশ কিছু স্থানে বৈদ্যুতিক তার ছিড়ে যায় বৈদ্যুতিক পিলার উপড়ে পড়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গ্রামবাসীরা জানান, সন্ধ্যার পর থেকে অন্ধকারে থাকতে হচ্ছে তাদের।পত্নীতলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ রাশেদুর রহমান বলেন বিকেলের ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে গেছে গাছ পড়ে বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে যায় প্রধান সড়ক গুলো সচল করতে আমাদের ফায়ার সদস্যরা কাজ করছেন। কোন মানুষ হতাহতের খবর পাওয়া যায়নি।

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...