27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

২০৬০ সালে বিলুপ্ত হবে পৃথিবী !

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মহাবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন ৩০০ বছরেরও বেশি সময় আগে একটি চিঠিতে পৃথিবী ধ্বংসের ভবিষ্যদ্বাণী করে গেছেন। তাঁর সেই বিস্ময়কর চিঠি নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট।

 

 

মহাকর্ষ সূত্রের আবিষ্কারক হিসেবে কালজয়ী হয়ে আছেন স্যার আইজ্যাক নিউটন। তিনি ১৭০৪ সালে একটি চিঠি লিখেছিলেন। চিঠিটিতে বলেছিলেন, ২০৬০ সালে পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে। তবে তিনি ‘ধ্বংস’ শব্দের পরিবর্তে ‘পুনঃস্থাপন’ শব্দটি লিখেছেন।

ওই চিঠিতে নিউটন আরও লিখেছেন, যীশু এবং সাধুরা আবারও পৃথিবীতে ফিরে আসবেন এবং বিশ্বজুড়ে ১ হাজার বছরব্যাপী শান্তি প্রতিষ্ঠা করবেন।

কানাডার হ্যালিফ্যাক্সের ইউনিভার্সিটি অব কিংস কলেজের অধ্যাপক স্টিফেন ডি স্নোবেলেন বলেন, ‘একজন ধর্মপ্রাণ খ্রিস্টান হিসেবে নিউটন পবিত্র গ্রন্থ বুক অব ড্যানিয়েলে উল্লিখিত তারিখগুলো ব্যবহার করে পৃথিবী ধ্বংসের দিনক্ষণ গণনা করেছেন।’

স্টিফেন ডি স্নোবেলেন বলেন, নিউটনের ভবিষ্যদ্বাণীতে তাঁর উদ্ভাবিত ক্যালকুলাসের মতো জটিল কোনো কিছুর ব্যবহার ছিল না। শিশুরা পারে এমন সহজ পাটিগণিত ব্যবহার করেছিলেন তিন। নিউটন ১২৬০, ১২৯০, ১৩৩৫ ও ২৩০০ দিন ব্যবহার করেছিলেন, যা খ্রিষ্টানদের পবিত্রগ্রন্থ বুক অব ড্যানিয়েল ও রেভেলেশনসে পাওয়া যায়।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...