21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

জামালপুরে বকেয়া বেতনের দাবিতে এফপিএবির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সৈয়দ আশিক মাহমুদ, জামালপুর
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি-এফপিএবি’র কর্মকর্তা কর্মচারীরা ২২ মাসের বকেয়া বেতন পরিশোধসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ৫ অক্টোবর, রবিবার দুপুরে শহরের চালাপাড়া এলাকায় এফপিএবি’র জামালপুর জেলা শাখা কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে এফপিএবি জামালপুর জেলা শাখার সভাপতি শহীদুল হক খান দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় কাউন্সিলর সদস্য সেলিনা বেগম, আজীবন সদস্য অজয় কুমার পাল ও জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

এ সময় শহীদুল হক খান দুলাল বলেন, সংগঠনটির স্বৈরাচার সভাপতি ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের স্বেচ্ছায় পদত্যাগ, ২২ মাসের বকেয়া বেতন-ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ, বেতন-ভাতা নিয়মিত প্রদান করা সহ দাতা সংস্থা আইপিপিএফ এর সদস্যপদ ফিরিয়ে আনার জন্য সকল কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাবেক সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রাপ্য সকল দেনা-পাওনা পরিশোধ করতে হবে।

তিনি আরও বলেন, অবৈধভাবে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের হয়রানিমূলক বদলির আদেশ প্রত্যাহারসহ স্ব স্ব স্থানে পুনর্বহাল করা ও এফপিএবির কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ গঠনের অনুমোদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

মানববন্ধনে অন্যান্য বক্তারাও একই দাবি জানান।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...