বিএনপির সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের কাছ থেকে যুবদল পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র মরহুম খন্দকার আব্দুল হামিদ ডাবলুর স্ত্রী তানজিন হামিদ মিতুলের কাছ থেকে যুবদল কর্মী পরিচয়ে চার যুবক শুক্রবার রাতে ৮০ হাজার টাকা এবং আরও ২০ হাজার টাকার একটি চেক আদায় করেন।
অভিযোগে বলা হয়েছে, শুক্রবার রাত ১১টার দিকে চারজন যুবক—শাওন (২৫), হাবিব (৩৫), সাজিদ (২২) ও সানি (৩৫)—হাতিরঝিলের নয়াটোলা গ্রীনওয়ে এলাকার একটি ফ্ল্যাটে গিয়ে নিজেদের যুবদল কর্মী পরিচয় দিয়ে চাঁদা দাবি করে।
ভুক্তভোগী তানজিন হামিদ মিতুল জানান, “শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটে আমার বড় বোন ফোন করে জানান জরুরি ভিত্তিতে এক লাখ টাকা লাগবে। রাত ১১টা ২০ মিনিটে তার বাসায় গিয়ে দেখি চার যুবক সেখানে উপস্থিত। আমি জানতে চাইলে শাওন কোমরে থাকা দেশীয় অস্ত্র দেখিয়ে ভয় দেখায়।”
তিনি বলেন, “ভয়ে আমি রাত ১১টা ৫৭ মিনিটে মগবাজার সিটি ব্যাংকের বুথ থেকে ৮০ হাজার টাকা তুলে সানিকে দিই এবং ২০ হাজার টাকার একটি চেক দিই।”
পরের দিন শনিবার রাত ১২টা ২০ মিনিটে তারা আবারও ফ্ল্যাটে এসে আগামী মাসের মধ্যে বাসা খালি না করলে হত্যার হুমকি দেয়। তানজিন হামিদ জানান, “আমি আমার শ্বশুর ও স্বামীর পরিচয় দিয়েও কোন সহানুভূতি পাইনি। তারা আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে।”
অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তিনি বলেন, “তারা যুবদলের সঙ্গে যুক্ত।”
এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
উল্লেখ্য, খন্দকার দেলোয়ার হোসেন বিএনপির ষষ্ঠ মহাসচিব ছিলেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন।
তার মৃত্যু হয় ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।