- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি :
কিশোরগঞ্জের তাড়াইলে একটি শান্তিপূর্ণ গ্রামীণ পরিবেশে উপজেলা চত্বরে ‘মায়াবন নার্সারি’ গড়ে তুলেছেন আয়নাল পাগলা নামে পরিচিত পরিশ্রমী উদ্যোক্তা আইনুল হক(৫০)।
এখানে পাওয়া যায় নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। স্থানীয় কৃষক ও গাছপ্রেমীরা নিয়মিত আসেন তাঁর নার্সারি থেকে চারা সংগ্রহ করতে। নিজের শ্রম, যত্ন ও আন্তরিকতায় আইনুল হক এখন এলাকার সফল নার্সারি উদ্যোক্তাদের একজন হিসেবে পরিচিতি পেয়েছেন।
তিনি বলেন, “গাছ লাগালে শুধু পরিবেশ নয়, মানুষও বাঁচে। আমার স্বপ্ন তাড়াইলের প্রতিটি ঘরে গাছ থাকবে।” সবুজের প্রতি ভালোবাসা থেকেই তিনি এই নার্সারিটি প্রতিষ্ঠা করেছেন।
স্থানীয় বৃক্ষপ্রেমী শিক্ষক কামাল আহমেদ জানান, আইনুল হকের উদ্যোগে এলাকাবাসীর মধ্যে গাছ লাগানোর আগ্রহ বেড়েছে, যা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে। উপজেলার একমাত্র এই মায়াবন নার্সারি সবুজে ঘিরে রেখেছে পুরো এলাকা।


