কুমিল্লার চান্দিনায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাকে রাস্তার পাশে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
অভিযুক্ত বোরহান উদ্দিন উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে। স্থানীয়রা জানান, আলী আকবর দুই বছর আগে বোরহানের কাছ থেকে ৭০ হাজার টাকা সুদে ধার নেন। পরে বোরহান সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে দেনা পরিশোধে চাপ দিতে থাকেন। টাকা না দেওয়ায় তিনি বৃদ্ধকে ধরে এনে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন করেন।
ভুক্তভোগীর ছেলে ইব্রাহীম জানান, “আমরা সময় চেয়েছিলাম, কিন্তু তারা শোনেনি। আমার বাবাকে মেরেধরে বেঁধে রেখেছে।” বর্তমানে আলী আকবরকে চান্দিনা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চান্দিনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে জেনেছি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”