21 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫

মনোহরদীতে কন্যা সন্তান রেখে গৃহবধূ উধাও, পরকীয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্য

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

নরসিংদী(পলাশ) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের নামাপাড়া গ্রামের টিকটকার এক গৃহবধূ কন্যা সন্তান রেখে টিকটকার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী আমির হোসেনের স্ত্রী বৈশাখী সম্প্রতি নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছেন মনোহরদী পৌরসভার ৫নং ওয়ার্ডের চকমাধবদী এলাকার মুকতার হোসেনের ছেলে সারোয়ার হোসেন মিশুর সঙ্গে। অভিযুক্ত মিশু একজন মাদকাসক্ত যুবক বলেও অভিযোগ রয়েছে।

প্রবাসী আমির হোসেন জানান, তিনি দীর্ঘ ১১ বছর ধরে সৌদি আরবে কর্মরত। প্রবাসে থাকার সময় স্ত্রী বৈশাখী স্থানীয় যুবক মিশুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্ত্রীকে তিনি প্রবাস থেকে অর্থ পাঠিয়ে বিভিন্ন মূল্যবান উপহার কিনে দিয়েছেন, যার মধ্যে রয়েছে ৩টি আইফোন, একটি স্যামসাং S20, একটি DSLR ক্যামেরা, একটি ল্যাপটপ এবং একটি R15 বাইক। পরবর্তীতে সেই বাইকটি বৈশাখী তার প্রেমিককে উপহার দেন, যা পরে বিক্রি করে দেওয়া হয়।

তিনি আরও জানান, মেয়ের চিকিৎসার কথা বলে বৈশাখী একাধিকবার তার কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু চিকিৎসা না করিয়ে সেই অর্থও প্রেমিকের পেছনে ব্যয় করেছেন। কিছুদিন আগেও একই অজুহাতে ব্যাংক থেকে লোন নিয়ে টাকা আত্মসাৎ করেন।

চলতি বছরের জুন মাসে বৈশাখী ৬ মাসের ভিসায় সৌদিতে স্বামীর কাছে যান এবং দুই মাস থাকার পর দেশে ফেরার সময় সঙ্গে করে নগদ টাকা, সোনার গয়না ও রিয়াল নিয়ে যান। দেশে ফেরার পর ২৪ সেপ্টেম্বর, কন্যা সন্তান ও পরিবারকে ফেলে প্রেমিক মিশুর হাত ধরে পালিয়ে যান।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এই ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে বিষয়টিকে সামাজিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন। বিশেষ করে প্রবাসী জীবনের ত্যাগ ও বিশ্বাসভঙ্গ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

- Advertisement -spot_img
সর্বশেষ

শীতের তীব্রতায় কাঁপছে কুড়িগ্রাম, দুর্ভোগে প্রান্তিক জনগোষ্ঠী

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- দিন যতই গড়াচ্ছে, ততই বাড়ছে কুড়িগ্রামে শীতের তীব্রতা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া...