21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

কক্সবাজারে অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
সেলিম উদ্দিন, ঈদগাঁও
কক্সবাজারে আবারো এক অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার সকাল ৯টার দিকে কক্সবাজার শহরতলীর লিংকরোড রেল ক্রসিং এলাকায় একটি ঝোপে মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল মাদ্রাসাপড়ুয়া কিশোর ওই স্থানে ফুটবল খেলতে যায়। এসময় প্রধান সড়কের দক্ষিণ পাশের রেললাইনের অদূরে ঝোপের মধ্যে মৃতদেহটি দেখতে পায় কিশোররা। মৃতদেহের অবস্থান নিশ্চিত হয়ে লোকজন ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেন।
রিয়াজ উদ্দীন রিয়াজ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, মৃতদেহটি অনেকট পঁচে গেছে। মনে হচ্ছে চার-পাঁচ দিন আগে মারা গেছে। তবে পকেটে বহু অহেতুক কাগজপত্র রয়েছে। তাতে মনে হচ্ছে লোকটি অপ্রকৃতিস্থ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, একটি মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে মৃতদেহটি অজ্ঞাত। পরিচয় সনাক্ত বিস্তারিত জানতে তদন্ত চলছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...