রংপুরের এক যুবক সময়মতো সন্তানদের বিয়ে দেওয়ার দাবিতে অভিনব প্রতিবাদ করেছেন। তিনি বর সেজে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান রংপুর প্রেসক্লাবের সামনে।
নাট্যকর্মী রেজা নামের ওই যুবক মাথায় পাগড়ি, গলায় ফুলের মালা, শরীরে শেরোয়ানি পরে হাতে প্ল্যাকার্ড ধরেন, তাতে লেখা—‘সন্তানদের বিয়ে সময়মতো দিলে সমাজ থেকে খারাপ কাজ অনেক কমে যাবে।’
প্রায় এক ঘণ্টা ধরে তিনি সেখানে অবস্থান করেন। তাকে ঘিরে অনেকেই ছবি তোলেন, কেউ কেউ কথা বলার চেষ্টা করেন।
রেজা বলেন, “আমাদের অভিভাবকেরা সন্তানদের বয়স ৩০ পেরিয়ে গেলেও ছোট মনে করেন। অথচ সরকার ছেলেদের ২১ এবং মেয়েদের ১৮ বছর বিয়ের বয়স নির্ধারণ করেছে। সময়মতো বিয়ে না হওয়ায় অনেক তরুণ-তরুণী বিপথে যায়।”
তিনি আরও বলেন, “এই প্রতিবাদ অভিভাবকদের জন্য—সন্তানের বিয়ের বয়স হলে আর দেরি না করে বিয়ে দিয়ে দিন।”