মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ।
রবিবার দুপুর সোয়া ২টার দিকে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিক্ষকরা ছত্রভঙ্গ করে পুলিশ। পরে তারা শহীদ মিনারের দিকে চলে যান।
শিক্ষকরা সরে যাওয়ায় প্রেসক্লাব এলাকা ও আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “জনদুর্ভোগ এড়াতে আমরা এখন থেকে শহীদ মিনারে অবস্থান করব। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”