- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
মোঃ হোসেন সীতাকুণ্ড চট্টগ্রামে প্রতিনিধি।
সীতাকুণ্ডে, বারআউলিয়া এলাকায় মার্কস টেক্সটাইলের, মিলের শ্রমিকেরা টানা দুই ঘন্টা ধরে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে থেকে প্রায় ৬,৩০মিনিট পর্যন্ত, সীতাকুণ্ড বারআউলিয়া এলাকায় মার্কস টেক্সটাইলের, প্রায় পাঁচশত র বেশি শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
শ্রমিকদের অভিযোগ করে বলেন, তারা বৃহস্পতিবার (৯ অক্টোবর) বকেয়া বেতনের দাবিতে কারখানায় বিক্ষোভ করেছিল। আগামী (সোমবার, ১২ অক্টোবর) তাদের বেতন দেয়া হবে এমন আশ্বাসে বিক্ষোভ স্থগিত করে চলে যায় শ্রমিকরা।
কিন্তু আজকে কর্তৃপক্ষ এক লোক বলেন মিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, এজন্য আজ পাঁচশত র বেশি শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড় অবরোধ করেন।
খবর পেয়ে প্রশাসন ও মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান চেষ্টা করবে জানান।
আন্দোলনরত এক শ্রমিক বলেন, আমি দীর্ঘ বছর ধরে এ টেক্সটাইল মিলে কাজ করি।
তবে এ তিন চার মাস ধরে মিলে কাজ কমতে শুরু করে এবং আমরা শুনছি এ মিলটি বন্ধ করে দিবে। তবে আমাদের বকেয়া বেতন না পাওয়ায় আমরা খুব কষ্টে আছি। এজন্য আমার আন্দোলন করেছি। বেতন না পেলে আরও বড় আন্দোলন করব।
উক্ত বিষয়ে মার্স টেক্সটাইল মিলের এজিএম হুমায়ুন কবির এর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও কোন সাড়া পাওয়া যায়নি।
সীতাকুণ্ডে মডেল থানার ওসি মুজিবুর রহমান জানান, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের সাথে কথা বলে বকেয়া বেতন পরিশোধ করবে বলে জানান। পরে শ্রমিকদের সাথে কথা বলে আস্থ করলে তারা অবরোধ সরিয়ে নেয়।

