21.8 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

নানা বাড়ি যাওয়া হল না আপনের, সড়কে ঝরল প্রাণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শায় মোটরসাইকেলের সাথে আলমসাধুর সামনাসামনি ধাক্কায়  বাইক চালকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে জামতলা শার্শা সড়কের লাউতাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয় সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন। নিহত আপন হোসেন (২১) শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামের আক্তারুজ্জামানের ছেলে।
তিনি বলেন, আপন মোটরসাইকেলে করে শার্শার পোতাপাড়া নানা বাড়ি যাচ্ছিলেন। লাউতাড়া মোড়ে পৌছালে একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি ধাক্কা দেয়। এসময় আপন মারাত্মক ভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসাপাতালে পাঠায়। সেখান থেকে আপনকে ঢাকায় রেফার করা হলে ঢাকা পৌছানোর আগেই সন্ধ্যার দিকে সে মারা যায়।
শার্শা থানার ওসি আব্দুল আলিম বলেন, ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তারা থানায় মামলা করেনি। মামলা করতে তারা অনাগ্রহী। মরদেহ তাদের হেফাজতে রয়েছে। মামলা করতে চাইলে অবশ্যই আমরা সব রকম সহযোগিতা করবো।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...