27 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

সাংবাদিক দম্পতি শাকিল-রূপাকে ৫ দিনের রিমান্ড

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বৈষম্যবিরোধী আন্দোলনের মিরপুর থানার এক হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার মহানগর হাকিম।

সোমবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক।

এদিন তাদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। এসময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। পরে বিচারক আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ঢাকার মিরপুরে গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

ফারজানা রূপা বেসরকারি টেলিভিশন স্টেশন একাত্তর টেলিভিশনের সাবেক প্রিন্সিপাল করেসপনডেন্ট। আর শাকিল একই টেলিভিশনের সাবেক হেড অব নিউজ।

ক্ষমতার পালাবদলের পর দেশ ছাড়ার চেষ্টার সময় ২১ অগাস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদাবর থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই দফা রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

বরগুনার আমতলীতে ওরস চলাকালে মাজারে হামলা, ভাঙচুর ও আগুন

বরগুনার আমতলীর ইসমাইল শাহ মাজারে বার্ষিক ওরস চলাকালে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মাজারের ভেতরের সামিয়ানা...