21.8 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন ও পি.আর. পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ ও স্মারকলিপি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100


 জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি :
নির্বাচনী সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পি.আর.) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে মুক্তির সোপান বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের এস.এস. রোড প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মো. নজরুল ইসলামের নিকট পাঁচ দফা দাবিনামা সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর  আলম ( সিরাজগঞ্জ-১ মনোনীত  এমপি প্রার্থী)  । উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জাহিদুল ইসলাম ( সিরাজগঞ্জ-২ মনোনীত এমপি প্রার্থী ), সদর থানা সভাপতি অ্যাডভোকেট নাজিমুদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলামসহ শিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘পি.আর. পদ্ধতিতে নির্বাচনই পারে জনগণের ভোটাধিকারকে সুরক্ষা দিতে। জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশের রাজনৈতিক সংস্কার নিশ্চিত হবে।’
অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম বলেন, “জুলাই সনদ জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই এর বাস্তবায়ন চাই।”
জেলা সেক্রেটারি মাওলানা জাহিদুল ইসলাম বলেন, “যে নির্বাচনে জনগণের মতামত প্রতিফলিত হয় না, সেটি কখনো গণতান্ত্রিক হতে পারে না। পি.আর. পদ্ধতি চালু হলে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।”
বক্তারা আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, দোষীদের শাস্তি এবং জনগণের ভোটাধিকার রক্ষার দাবি জানান।
স্মারকলিপি গ্রহণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, তা পরবর্তী পদক্ষেপের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।
বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...