নোবেল বিজয়ী জন বলেন– আমি আগেই ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়ি। আর আমার স্ত্রী পাশের ঘরে রাত প্রায় তিনটা পর্যন্ত বই পড়ছিলেন। সাধারণত এমনই হয়। হঠাৎ তিনি একের পর এক ফোন কল পেতে শুরু করলেন। তিনিই সাংবাদিকদের কাছ থেকে জানতে পারলেন, কিছু একটা ঘটছে। আমার স্ত্রী খুব দয়ালু।
তিনি আমাকে ঘুম থেকে জাগিয়ে নোবেল পুরস্কার পাওয়ার খবর দেননি। আমাকে ঘুমাতে দিয়েছেন। কারণ তিনি জানেন, ওই মুহূর্তে আমার ঘুমটাই বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ। আমি সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠি। তখন তিনি আমাকে নোবেল পুরস্কারের বিষয়টি জানান। সকাল ছয়টার মধ্যেই সাংবাদিকেরা আমাদের বাসায় সাক্ষাৎকার নিতে চলে আসেন। তারপর থেকে একটানা ফোন আর ই-মেইল চলছে। বেশ মজাই লাগছে।