17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক ;
দিল্লি টেস্টে ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসের প্রতিরোধ ভেঙে সহজ জয় পেয়েছে ভারত। অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শুভমান গিলের দল।
চতুর্থ দিনেই জয়ের ভিত গড়ে রেখেছিল স্বাগতিকরা। ১২১ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ দিনের প্রথম সেশনেই লোকেশ রাহুলের অপরাজিত ৫৮ ও সাই সুদর্শনের ৩৯ রানের ইনিংসে ভর করে জয় নিশ্চিত করে ভারত।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে যশস্বী জয়সোয়াল ও অধিনায়ক শুভমান গিলের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৫১৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে কুলদীপ যাদবের ঘূর্ণিতে ২৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কুলদীপ একাই নেন ৫ উইকেট।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে জন ক্যাম্পবেল (১১৫) ও শাই হোপ (১০৩) সেঞ্চুরি করলেও ভারতের নিয়ন্ত্রণে কোনো সময়ই ফেরত যেতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ভারতের স্পিন আক্রমণের সামনে ধসে পড়ে ওয়েস্ট ইন্ডিজ, ফলে জয় নিশ্চিত করতে খুব একটা বেগ পেতে হয়নি গিলের দলকে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...