Your Ads Here 100x100 |
---|
দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নশিপখ্যাত টুর্নামেন্টের আগে কাঁটাছেড়া চলছে অংশগ্রহণকারী দলগুলোর পারফরম্যান্স এবং সম্ভাবনা নিয়ে। ইতোমধ্যে টুর্নামেন্টে নিয়ে বিশ্লেষণভিত্তিক মতামত জানিয়ছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং ও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স । এবার এই তালিকায় যুক্ত হলেন মাইকেল ক্লার্ক।
ক্লার্কের মতে, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফেভারিট ভারত। নিজ দেশ অস্ট্রেলিয়ার চেয়ে ভারতকেই এগিয়ে রাখলেন বিশ্বকাপজয়ী কাপ্তান। তবে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে পছন্দের তালিকায় রেখেছেন ক্লার্ক। বাঁহাতি এই ব্যাটারের ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করেন সাবেক তারকা ব্যাটার।
হেডকে টুর্নামেন্টসেরার জন্য বেছে নিলেও রোহিত শর্মা সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন বলে মনে করেন ক্লার্ক। বল হাতে তার সবচেয়ে বেশি ভরসা ইংলিশ পেসার জফরা আর্চারের ওপর। আর্চারই এবারের আসরের সেরা উইকেটশিকারী হবেন বলেও মনে করেন ক্লার্ক।
বিয়ন্ড ক্রিকেট পডকাস্টে ক্লার্ক বলেন, ‘আমি বলছি, ভারত (চ্যাম্পিয়ন্স ট্রফি) জিতবে। আমি তাদের অধিনায়ক রোহিতের পক্ষেই বাজি ধরব। সে আবারও ফর্মে ফিরে এসেছেন। আমি বলব রোহিত শর্মা—টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন। তাকে আবার রান করতে দেখতে ভালোই লাগছে। আমি মনে করি, ভারতের অবশ্যই তাকে প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘আমি জফরা আর্চারের নাম নিতে চাই সর্বোচ্চ উইকেটের জন্য। আমি ইংল্যান্ডের অবস্থা জানি, আমি আশা করছি না তারা খুব ভালো কিছু করে দেখাবে। তবে আমার মনে হয় সে একজন মহাতারকা।’