22 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

রূপনগরে কেমিক্যাল গোডাউনে আগুন: ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ দেস্ক;
রাজধানীর রূপনগর শিয়ালবাড়ি এলাকার অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান জানিয়েছেন, নিরাপত্তা স্যুট পরে গুদামের ভেতরে প্রবেশ করে দেখা গেছে— ভেতরে এখনো তীব্র ধোঁয়া ও টক্সিক গ্যাস রয়েছে। ফলে অভিযান সম্পন্ন করতে সময় লাগবে।

 

তিনি বলেন, “ধোঁয়ার ঘনত্ব এত বেশি যে এখন ভেতরে প্রবেশ করা ঝুঁকিপূর্ণ। বিকেলে আমাদের উচ্চ পর্যায়ের টিম এসে পরিদর্শন করবেন, এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
এ সময় তিনি স্থানীয়দের সতর্ক করে বলেন, “রাসায়নিকের মিশ্রণে টক্সিক গ্যাস তৈরি হয়েছে, যা নিঃশ্বাসের সঙ্গে শরীরে গেলে ত্বক, ফুসফুস ও হৃদযন্ত্রে জটিলতা তৈরি করতে পারে। সবাইকে দূরে থাকার অনুরোধ জানানো হচ্ছে।”
কাজী নজমুজ্জামান আরও বলেন, “কেমিকেল গুদামজাতের নীতিমালা না মানায় এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।”
অন্যদিকে, সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “ব্যবসায়ীরা নিয়ম-নীতি মানছেন না, অবৈধভাবে রাসায়নিক গুদাম তৈরি করেছেন। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে আছে। দোষীদের আইনের আওতায় আনা হবে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা করা হয়েছে।”
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...