22 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

তিন গোয়েন্দা–এর স্রষ্টা, লেখক রকিব হাসান না ফেরার দেশে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক
জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দা–এর স্রষ্টা লেখক রকিব হাসান আর নেই। বার্ধক্যজনিত জটিলতায় ভুগে আজ বুধবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মূর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জানা যায়, রকিব হাসান ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি বিকলসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। আজ ডায়ালাইসিস চলাকালীন সময়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। তবে বাবার চাকরির সুবাদে শৈশব কাটে ফেনীতে। পড়াশোনা শেষে কিছুদিন চাকরি করলেও অফিসের একঘেয়ে জীবনে মন টেকেনি তার। পরবর্তীতে লেখালেখিকেই জীবনের ধ্রুবপথ হিসেবে বেছে নেন।
রকিব হাসানের প্রথম বই প্রকাশিত হয় ১৯৭৭ সালে, ছদ্মনামে। স্বনামে প্রথম অনুবাদগ্রন্থ ছিল ব্রাম স্টোকারের ড্রাকুলা। এছাড়া তিনি অনুবাদ করেছেন জুল ভার্ন, এরিক ফন দানিকেন, ফার্লে মোয়াট, জেরাল্ড ডুরেলসহ বিখ্যাত অনেক লেখকের বই। অ্যারাবিয়ান নাইটসটারজান সিরিজের অনুবাদও করেছেন তিনি।
কিশোরদের জন্য লেখা তিন গোয়েন্দা, তিন বন্ধুগোয়েন্দা কিশোর মুসা রবিন—এই তিনটি সিরিজই তাকে দিয়েছে অসামান্য জনপ্রিয়তা। তিন গোয়েন্দা সিরিজের বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৬০টি; অনুবাদ করেছেন আরও প্রায় ৩০টি বই
রোমাঞ্চকর গল্পে ভরপুর তার সৃষ্ট জগৎ কিশোর পাঠকদের কল্পনা ও সাহসের জগৎকে সমৃদ্ধ করেছে। থ্রিলার, রহস্য, সায়েন্স ফিকশন—সব ক্ষেত্রেই ছিল তার অবাধ বিচরণ।
বাংলা কিশোর সাহিত্যপ্রেমীরা বলছেন,
“রকিব হাসান শুধু একজন লেখক নন, তিনি আমাদের কৈশোরের এক অবিচ্ছেদ্য অংশ।”
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...