- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক ;
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে ফল প্রকাশ করা হয়।
১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি পাসের হার মাদরাসা বোর্ডে ৭৫.৬১ শতাংশ, এরপর ঢাকা বোর্ডে ৬৪.৬২ শতাংশ।
বোর্ডভিত্তিক পাসের হার:
-
রাজশাহী: ৫৯.৪০%
-
চট্টগ্রাম: ৫২.৫৭%
-
দিনাজপুর: ৫৭.৪৯%
-
ময়মনসিংহ: ৫১.৫৪%
-
কুমিল্লা: ৪৮.৮৬% (জিপিএ ৫—২,৭০৭ জন)
-
যশোর: ৫০.২০% (জিপিএ ৫—৫,৯৯৫ জন)
-
বরিশাল: ৬২.৫৭% (জিপিএ ৫—১,৬৭৪ জন)
-
সিলেট: ৫১.৮৬% (জিপিএ ৫—১,৬০২ জন)
-
কারিগরি শিক্ষা বোর্ড: ৬২.৬৭%

