| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক ;
জুলাই সনদে সইয়ের আগে তিন দফা দাবি এনসিপির
জুলাই সনদে সই করা না–করা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সনদে স্বাক্ষর অনুষ্ঠানের একদিন আগে বৃহস্পতিবার সকালে ঢাকায় দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অবস্থান জানায় তারা।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,
“আইনিভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করা মূল্যহীন হবে।”
দলটি জুলাই সনদে স্বাক্ষরের আগে তিন দফা দাবি তোলে—
১️⃣ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করতে হবে।
২️⃣ এ আদেশ সরকার প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস জনগণের সার্বভৌম অভিপ্রায়ের ভিত্তিতে জারি করবেন।
৩️⃣ জুলাই সনদের বৈধতার উৎস হবে জুলাই গণঅভ্যুত্থান।
সংবাদ সম্মেলনে এনসিপি জানায়, এসব শর্ত পূরণ না হলে তারা সনদে স্বাক্ষর করবে না।

