18 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

মা ইলিশ রক্ষার দাবিতে জাতীয়তাবাদী মৎস্যজীবীদলের মানববন্ধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100


গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর ২০২৫) বিকাল সাড়ে ৫ টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে বোয়ালিয়া স্পিডবোর্ড ঘাট এলাকায় এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়।
গলাচিপা সদর ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মো. মামুন মোল্লা’র সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন,  গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গলাচিপা উপজেলা’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন রাড়ী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. জাহিদুল ইসলাম মিন্টু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. চুন্নু মৃধা, সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল মিয়া,  গলাচিপা সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন খলিফা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী কুদ্দুস মুন্সী, গলাচিপা সদর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. আবুল বাসার প্রমুখ।
এ সময় আরো উপস্থিত উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
 এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি তাঁর বক্তব্যে বলেন,  কেন্দ্রীয় বিএনপি’র নেতা হাসান মামুনের নির্দেশনায় গলাচিপা উপজেলার ১২ টি ইউনিয়নে ৪৮ টি টিম গঠন করা হয়েছে যারা মা ইলিশ রক্ষার জন্য সার্বক্ষণিক কাজ করেছে। প্রশাসনের পাশাপাশি আমরা পাহারার ব্যবস্থা করেছি। কেউ যদি সরকারি আইন অমান্য করে মা ইলিশ ধরে তাহলে তাদেরকে আইনের আওতায় তুলে দেয়া হবে।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। দেশের অর্থনীতিতে ইলিশের গুরুত্ব অপরিসীম। মা ইলিশ রক্ষা না করলে ভবিষ্যৎ প্রজন্ম ইলিশ থেকে বঞ্চিত হবে। তাই সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে সকল জেলেকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে স্থানীয় জেলে, ব্যবসায়ী ও সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে সবাই “মা ইলিশ ধরবোনা, দেশের ক্ষতি করবেনা” শ্লোগান দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...